ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার অভিযোগে তেলিয়ামুড়ায় কংগ্রেসের প্রতিবাদ মিছিল

বিহার নির্বাচনে জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার মাধ্যমে ভোট চুরির অভিযোগে সরব হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। দেশব্যাপী এই ঘটনাকে কেন্দ্র করে চলছে কংগ্রেসের প্রতিবাদ ও ধিক্কার মিছিল। তারই অঙ্গ হিসেবে সোমবার তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত হলো এক বিক্ষোভ মিছিল ও পথসভা। তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে অম্পি চৌমুহনী এলাকায় এসে পথসভায় পরিণত হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, জেলা যুব কংগ্রেস সভাপতি শংকর পাল, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্দকুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, তেলিয়ামুড়া ব্লক প্রেসিডেন্ট অতনু পাল, কংগ্রেস নেতা প্রেমাংশু রায় সহ জেলা ও ব্লক নেতৃত্বরা। মিছিল থেকে ওঠে তীব্র স্লোগান— “ভোট চুর, গদি ছোড়”, “ভোট চুর মোদী ধিক্কার”। কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ, পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম মুছে ফেলে গণতন্ত্রকে হত্যার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে সর্বস্তরে কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাবে বলেই হুঁশিয়ারি দেন তারা।

Priyanka Bhowmik@nebt

8/26/20251 min read

black blue and yellow textile
black blue and yellow textile

My post content