নিহত লরি চালকের বাড়িতে গেলেন দুই মন্ত্রী ও মুখ্যসচেতক, সরকারি ও ব্যক্তিগত সহায়তা প্রদান

NEBT News Desk, আগরতলা, ৭ই আগস্ট: তেলিয়ামুড়ার চাকমা ঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো লরি চালক মিহির লাল দেবনাথের (বাড়ি: দশদা, বড়হলদি, কাঞ্চনপুর) পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বুধবার তাঁর বাড়িতে উপস্থিত হন রাজ্যের দুই মন্ত্রী সান্ত্বনা চাকমা ও টিঙ্কু রায়, সঙ্গে ছিলেন মুখ্যসচেতক কল্যাণী রায়। পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে চালকের পিতার হাতে ৬ লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রীরা। এই সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দন, কাঞ্চনপুর মহকুমা শাসক ড. দীপক কুমার সহ প্রশাসনিক আধিকারিকরা। মন্ত্রীরা জানান, দুঃখের দিনে পরিবারটির পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে। সংবাদ মাধ্যমকে মন্ত্রী টিঙ্কু রায় জানান, পরিবারের অন্য সদস্যদেরও প্রয়োজনে সহযোগিতা প্রদান করা হবে। তিনি চালকের পিতার জন্য সামাজিক ভাতা প্রদানের আশ্বাস দেন। একইদিনে, পরিবারের পাশে দাঁড়াতে পৌঁছান মুখ্যসচেতক ও তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়। তিনি বলেন, “সন্তান হারানোর যন্ত্রণা কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। আমি ব্যক্তিগতভাবে পরিবারের পাশে আছি।” এরপর তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। তাঁর সঙ্গে ছিলেন TTAADC-এর MDC শৈলেন্দ্র নাথ ও কাঞ্চনপুর মণ্ডলের নেতৃত্বরা। স্থানীয় মানুষজন জানান, সরকারের এই সংবেদনশীলতা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিঃসন্দেহে পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতির পরিচায়ক। Northeast Bharat Times

Northaeast Times

8/7/20251 min read

worm's-eye view photography of concrete building
worm's-eye view photography of concrete building

My post content