দীর্ঘ প্রতীক্ষার পর বিলোনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রা শুরু

NEBT News Desk, আগরতলা, 14 আগস্ট: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সকাল ৬টা ৪৫ মিনিটে সাব্রুম থেকে শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রথমবারের মতো থামলো বিলোনিয়া স্টেশনে। এই আবেগঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ভোর থেকেই মানুষের ঢল নামে স্টেশনে। সবুজ পতাকা নেড়ে ট্রেনের যাত্রার শুভ সূচনা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক দীপংকর সেন, বিধায়ক অশোক মিত্র, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ ও রেলের এরিয়া ম্যানেজার বীরেন্দ্র মিনা সহ অন্যান্য অতিথিবৃন্দ। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে

nebt@victor

8/14/20251 min read

black blue and yellow textile
black blue and yellow textile

My post content