ড্রোন প্রযুক্তি নিয়ে এক মহড়া
আসাম রাইফেলস ত্রিপুরা সেক্টরের উদ্যোগে আজ ড্রোন প্রযুক্তি নিয়ে এক মহড়ার আয়োজন করা হয়। শত্রুপক্ষের ড্রোন মোকাবিলা ও সন্ত্রাসবাদ দমন অভিযানে ড্রোন ব্যবহারের নানা কৌশল এদিন প্রদর্শন করেন জওয়ানরা। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, রাজ্য পুলিশের মহা-নির্দেশক অনুরাগ ধ্যানকর, মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ চক্রবর্তী এবং আসাম রাইফেলস উত্তর-পূর্বাঞ্চলের আইজি। পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষও প্রদর্শনী প্রত্যক্ষ করেন।
sourav@nebt
8/22/20251 min read
My post content