নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্ত সমীর নাহা সহ নাবালিকার মা সাধনা চক্রবর্তী ও বড় বোন শিবানী চক্রবর্তীকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

মূলত ঘটনাটি ঘটে ২০২১ সালে করোনা মহামারির সময়।তখন নাবালিকাকে ধর্ষণ করে সমীর নাহা নামের যুবক। পরে নাবালিকার মা সাধনা চক্রবর্তী ও বড় বোন শিবানী চক্রবর্তীকে ঘটনাটি জানালে তারা অপরাধ চেপে রাখতে বলে।পরে একাধিকবার নাবালিকাকে ধর্ষন করে সমীর।পরে নাবালিকা চাইল্ডলাইনে অভিযোগ জানালে ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে সোমবার ১৭ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে রায়দান ঘোষণা করা হয়। রায়দানে সমীর নাহাকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা (অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড)। নাবালিকার মা সাধনা চক্রবর্তী (মা) ও শিবানী চক্রবর্তী (বড় বোন) ১০ বছরের কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা (অনাদায়ে ৬ মাসের অতিরিক্ত কারাদণ্ড) এর রায় দান করেন বিশেষ আদালতের বিচারক অংশুমান দেববর্মা।

Priyanka Bhowmik@nebt

8/25/20251 min read

white concrete building
white concrete building

My post content