বিশালগড় মহকুমা হাসপাতালের বিরুদ্ধে একাংশ অসাধু ঔষধ ব্যবসায়ী ও ল্যাবরেটরি মালিকদের ষড়যন্ত্রের পর্দাফাঁস করলেন হাসপাতালের মেডিক্যাল অফিসার ইনচার্জ (MOIC) ডা: রাজীব সরকার।
News Desk, Agartala, 25th August: বিশালগড় মহকুমা হাসপাতালের বিরুদ্ধে একাংশ অসাধু ঔষধ ব্যবসায়ী ও ল্যাবরেটরি মালিকদের ষড়যন্ত্রের পর্দাফাঁস করলেন হাসপাতালের মেডিক্যাল অফিসার ইনচার্জ (MOIC) ডা: রাজীব সরকার। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর। হাসপাতালের কোনও গেট বন্ধ নেই। বাস্তবে হাসপাতালের সামনে পার্কিংয়ের জায়গা সীমিত হওয়ায় মাঝেমধ্যেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা অ্যাম্বুলেন্স চলাচলে সমস্যা তৈরি করে। এ কারণে রোগীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে নির্দিষ্ট এলাকায় যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই পূর্ত দপ্তর হাসপাতালের বাইরে আলাদা পাবলিক পার্কিং তৈরি করেছে। ডা: রাজীব সরকার জানান, হাসপাতালে ১২ জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়োজিত আছেন এবং এক শিফটে সর্বোচ্চ চারজনকে দায়িত্বে রাখা হয়। রোগীদের চলাচল সহজ করতে একটি গেট সবসময় খোলা রাখা হয়, অন্য গেটটি আংশিক খোলা থাকে যাতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ করা যায়। তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ঔষধ ব্যবসায়ী ও ল্যাব মালিক যারা রোগীদের ডাকতে মধ্যস্থতাকারী ব্যবহার করতেন, তারাই হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ডাক্তারদের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের মতো ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। ডা: রাজীব সরকার বিশালগড় প্রেস ক্লাবে একটি লিখিত বিবৃতি দিয়ে জনসাধারণকে প্রকৃত সত্য অবহিত করার জন্য সাংবাদিক সমাজকে অনুরোধ করেছেন। Northeast Bharat Times
Pradip Das@nebt.in
8/25/20251 min read


My post content