প্রেস বিজ্ঞপ্তি-ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি
গোটা রাজ্যে যখন কাজের অভাবে মানুষ ধুঁকছে রেগা প্রকল্প প্রায় বন্ধের পথে বছরে ৩০ থেকে ৩২ দিনের বেশি কাজ হয় না সরকারি অন্যান্য ক্ষেত্রগুলি যেমন আরদি পঞ্চায়েত কৃষি দপ্তর উপজাতি কল্যাণ দপ্তর গুলি অতীতে বিভিন্ন সময়ে বিশেষত সার্বজনীন উৎসবে সার্বজনীন উৎসবের দিনগুলিকে সামনে রেখে নানাভাবে কাজের সুযোগ সৃষ্টি করে আসছিল যা গত সাড়ে সাত বছরের একেবারে নেই বললেই চলে এর মধ্যে গুদের উপর বিষফোঁড়ার মত কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের পোর্টাল থেকে বেরিয়ে এসেছে যে রাজ্যের রেগা প্রকল্পে মোট ৮ লক্ষ ৯৮ হাজার ৩১২ টি পরিবার ছাটাঁই হয়েছে। এই পরিবারগুলোতে ৮ লক্ষ আশি হাজার 497 টি পরিবারেই জব কার্ড ছিল। আমাদের রাজ্যে মোট রেগা শ্রমিকের সংখ্যা ছিল ২১ লক্ষ ৬৫ হাজার ২৭৭ জন ছাটাঁই হিসেবে ট্যাগ ধরে দিয়েছে ৯ লক্ষ ২১ হাজার 415 জনকে। পূর্বেও রেগা প্রকল্পে তালিকা থেকে নাম বাদ পড়ার কারণ ছিল আর্থিক অবস্থার উন্নতি বা গ্রাম থেকে রেগার শ্রমিক বসবাসকারী এলাকা শহরেবা নগরে যুক্ত হয়ে যাওয়া ইত্যাদি এখন ইঞ্জিনের সময়ে ডাবল ইঞ্জিন এর সময়ে সরকার আধার লি ঙ্ক ব্যাংক একাউন্ট লিংক সহ নানা ধরনের কাগজপত্র ইত্যাদি দাখিলের অজুহাতে নাম বাদ দিয়ে দিচ্ছে রাজ্যের জব কার্ড বাতিল সহ শ্রমিক ছাটাঁয়েরর সংখ্যা যথাক্রমে ধলাইয়ে ১ লক্ষ ৭০ হাজারের বেশি, পশ্চিম জেলায় ১ লক্ষ ৪৩ হাজারেরও বেশি, গোমতী জেলায় ১ লক্ষ ২২ হাজার,সিপাহীজলা জেলায় ১ লক্ষ 37 হাজার, উত্তর জেলায় ১ লক্ষ ৩ হাজার, খোয়াই জেলায় ৯৯ হাজার, দক্ষিণ জেলায় ৮৮ হাজার, ঊনকোটিতে ৫৬ হাজার ৮৬৮ জন। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবী জানাচ্ছি সমস্ত ধরনের জটিলতার উর্ধ্বে উঠে অবিলম্বে বাতিল করা সমস্ত জব কার্ডে শ্রমিকদের অবিলম্বে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা,এছাড়া ওপারে সীমান্তে বসবাসরত ভারতীয় নাগরিকদের নামও নতুন করে রেখা শ্রমিকের তালিকায় অন্তর্ভুক্ত করা। এছাড়া বছরের ন্যূনতম ২০০ দিনের কাজ ও ৫০০ টাকা দৈনিক মজুরি চালু সাপেক্ষে বছরে ১০০ দিনের কাজ এবং কাজ শেষের সাত দিনের মধ্যে সরকার নির্ধারিত উপকৃত মজুরি শ্রমিকদের কাছে পৌঁছানোর নিশ্চিত করা করার দাবি রাখছি। শারদ উৎসবের প্রাক্কালে আমাদের রাজ্যের দরিদ্র শ্রমজীবী অংশের মানুষের কথা বিবেচনায় রেখে অবিলম্বে রাজ্য সরকারকে রেগা প্রকল্প সহ রাজ্য সরকারের অন্যান্য দপ্তর গুলি থেকেও পূর্বেকার দিনগুলির মত এই সময়ে নতুন করে সকলকে বেশি মাত্রায় কাজের সুযোগ করে দেওয়ার জন্য। রাজ্যের সকল স্তরের গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন সব অংশের মানুষের নিকট প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আবারো আবেদন রাখছি এ বিষয়গুলি নিয়ে রাজ্যব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য। ধন্যবাদান্তে
Priyanka Bhowmik@nebt
8/25/20251 min read
My post content