জনকল্যাণে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

জনকল্যাণে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী আগরতলা, ২১ আগষ্ট: জনগণের সার্বিক কল্যাণে বর্তমান রাজ্য সরকারের যে অঙ্গীকার এরই অঙ্গ হিসাবে আজ গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই বৈঠকে রাজ্যের সকল জেলায় চলমান প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করেন তিনি। পাশাপাশি, আরো বেশি করে আনুষাঙ্গিক জনকল্যাণমুখী কাজের সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পর্যায়ক্রমে সকল জেলার জেলাশাসক, উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক, বিধায়কদের নিয়ে আয়োজিত বৈঠকে জোর চর্চা করেন মুখ্যমন্ত্রী।

Prasenjit@nebt

8/21/20251 min read

black blue and yellow textile
black blue and yellow textile

My post content