গণেশ চতুর্থী উপলক্ষে আগরতলায় ধুমধাম প্যান্ডেল উদ্বোধন

গণেশ চতুর্থী উপলক্ষে আগরতলায় ধুমধাম প্যান্ডেল উদ্বোধন পঞ্জিকা অনুসারে ভাদ্র শুক্লা চতুর্থী তিথি শুরু হচ্ছে ২৬শে অগস্ট দুপুর ১টা ৫৪ মিনিট থেকে এবং চলবে ২৭শে অগস্ট বেলা ৩টে ৪৪ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে আগামীকাল, ২৭শে অগস্ট পালিত হবে গণেশ চতুর্থী। এই উপলক্ষে মঙ্গলবার থেকেই আগরতলা শহরের বিভিন্ন বড় বাজেটের গণেশ পূজা প্যান্ডেলের উদ্বোধনী অনুষ্ঠানের ধুম পড়ে গেছে। এদিন সকালে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আইজিএম চৌমুহনীস্থিত বিঘ্নহর্তা সামাজিক সংস্থা আয়োজিত গণেশ পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন। গণেশ পুজোকে কেন্দ্র করে সংস্থার পক্ষ থেকে আয়োজিত হয় একটি রক্তদান শিবিরও। শিবিরটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ছাড়াও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রতনতত্ত্ব ও কর্পোরেটর অভিজিৎ মল্লিকসহ অন্যান্য অতিথিবৃন্দ। আগামীকাল শহরের বিভিন্ন প্রান্তে আরও বেশ কয়েকটি বড় বাজেটের গণেশ পূজা প্যান্ডেল উদ্বোধনের মাধ্যমে উৎসবের রঙে রাঙাতে চলেছে রাজধানী আগরতলা।

Priyanka Bhowmik@nebt

8/26/20251 min read

photo of white staircase
photo of white staircase

My post content