সোনামুড়ায় পুলিশি অভিযানে বিপুল পরিমাণ ‘বাবা’ ট্যাবলেট উদ্ধার

সোনামুড়ায় পুলিশি অভিযানে বিপুল পরিমাণ ‘বাবা’ ট্যাবলেট উদ্ধার সোনামুড়া থানার পুলিশ সোমবার রাতে এক গোপন সূত্রের ভিত্তিতে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নেশাদ্রব্য উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, মনির হোসেন (পিতা- ফরিদ মিয়া)-এর বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ১,৬৬৯টি ‘বাবা’ ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক মনির হোসেন পুলিশ গাড়ির শব্দ টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এনডিপিএস ধারায় মামলা দায়ের করেছে সোনামুড়া থানার পুলিশ। খুব শীঘ্রই এই মামলায় একাধিক গ্রেপ্তার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া প্রতিটি ট্যাবলেটের বাজারদর প্রায় দেড়শ টাকা করে। মোট উদ্ধারকৃত ট্যাবলেটগুলির বাজারমূল্য দাঁড়ায় প্রায় আড়াই লক্ষ টাকা।

Pradip Das@nebt

8/26/20251 min read

photo of white staircase
photo of white staircase

My post content