শিক্ষক রাজেশ সুর চৌধুরীর উপর হামলা: বিশালগড়ে অভিযুক্ত গ্রেপ্তার

শিক্ষক রাজেশ সুর চৌধুরীর উপর হামলা: বিশালগড়ে অভিযুক্ত গ্রেপ্তার বিশালগড় শিক্ষক রাজেশ সুর চৌধুরীর উপর আক্রমণের ঘটনায় অবশেষে পদক্ষেপ নিল পুলিশ। রাজ্য শিল্প নিগমের চেয়ারম্যান নবাদল বণিকের চাপের মুখে পড়ে কয়েক ঘণ্টার মধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম রাহুল দাস, বাড়ি গৌতমনগর এলাকায়। জানা গেছে, এর আগেও কড়ুইমুড়া এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সে জড়িত ছিল। শুধু তাই নয়, বিশালগড় বাইপাস এলাকা সহ গোটা মহকুমা জুড়ে নানা অসামাজিক কার্যকলাপের সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার দুপুরে ধৃত রাহুল দাসকে বিশালগড় আদালতে সোপর্দ করবে পুলিশ বলে জানিয়েছেন বিশালগড় থানার ওসি বিজয় দাস।

Priyanka Bhowmik@nebt

8/26/20251 min read

a man riding a skateboard down the side of a ramp
a man riding a skateboard down the side of a ramp

My post content