আজ সকালে সোনামুড়া থানার পুলিশ বিশেষ অভিযানে দুইজন মহিলা নেশা পাচারকারীকে গ্রেফতার করেছে। অভিযোগ রয়েছে, তারা সক্রিয়ভাবে নেশা কারবারের সঙ্গে যুক্ত ছিলেন।
আজ সকালে সোনামুড়া থানার পুলিশ বিশেষ অভিযানে দুইজন মহিলা নেশা পাচারকারীকে গ্রেফতার করেছে। অভিযোগ রয়েছে, তারা সক্রিয়ভাবে নেশা কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত দুই মহিলা হচ্ছেন— ১) পেয়ারা খাতুন (৪৭) ২) শাহিনা আক্তার (৩৭) উল্লেখ্য, তারা দুজনই কালাপানিয়ার বাসিন্দা এবং একই বাড়িতে থাকেন। গত রাতে মনির হোসেনের বাড়িতে যে বিপুল পরিমাণ নেশা দ্রব্য উদ্ধার হয়, গ্রেপ্তারকৃত মহিলারা সেই মনির হোসেনের স্ত্রী বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে বলে পুলিশ দাবি করেছে। ধারণা করা হচ্ছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওই এলাকা থেকে আরও অনেক নেশা কারবারিকে গ্রেফতার করা সম্ভব হবে।
Pradip Das@nebt
8/26/20251 min read
My post content