কলকাতা থেকে আগরতলায় পাচারের পথে চুরাইবাড়িতে বিপুল নেশার সিরাপ উদ্ধার ধৃত দুই পাচারকারী, কালোবাজারি মূল্য প্রায় তিন কোটি টাকা

আবারও সক্রিয় হলো আন্তঃরাজ্য নেশা চক্র। পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরার উদ্দেশ্যে পাচারের পথে অসম-ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের জালে ধরা পড়ল বিপুল পরিমাণ নেশার সিরাপ। সোমবার দুপুর দুইটার দিকে WB25N-4370 নম্বরের একটি ৭০৯ মালবাহী গাড়ি আটক করে তল্লাশি চালালে ফাঁস হয় পাচারের এই কৌশল। গাড়ির খুচরো পণ্যের আড়ালে রাখা তেলের টিন ভেঙে উদ্ধার হয় প্রায় ৩০,৪২০ বোতল এসকাফ সিরাপ। পুলিশের হিসাব অনুযায়ী, কালোবাজারে এর মূল্য দাঁড়ায় প্রায় তিন কোটি টাকা। এ ঘটনায় গাড়ির চালক সামিনুর ইসলাম ও সহচালক শেখ আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনেই পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার দেওগঙ্গা থানার শিমুলিয়া গ্রামের বাসিন্দা। চুরাইবাড়ি পুলিশ ইনচার্জ প্রনব মিলি জানান, ধৃত সামিনুর ইসলাম পূর্বেও একই অপরাধে জড়িত ছিল। দুই বছর আগে কলকাতা থেকে ত্রিপুরায় নেশার সিরাপ পাচারের সময় অসম সীমান্তে ধরা পড়ে এবং দুই বছরের কারাদণ্ড ভোগ করে। কিন্তু জেল থেকে মুক্তি পেয়েই পুনরায় একই কাজে লিপ্ত হয়। এনডিপিএস আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে ধৃতদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, পাচারকারীরা যতই নতুন কৌশল নিক না কেন, শেষ পর্যন্ত আইনের ফাঁদ এড়াতে পারছে না।

Priyanka Bhowmik@nebt

8/26/20251 min read

a man riding a skateboard down the side of a ramp
a man riding a skateboard down the side of a ramp

My post content