রাজ্যে রেলওয়ে বৈদ্যুতিকরণ প্রকল্পে নবনির্মিত ১৩২ কেভি ট্রান্সমিশন লাইন উদ্বোধন

রাজ্যে রেলওয়ে বৈদ্যুতিকরণ প্রকল্পে নবনির্মিত ১৩২ কেভি ট্রান্সমিশন লাইন উদ্বোধন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড (TPTL) এর উদ্যোগে রাজ্য রেলওয়ে বৈদ্যুতিকরণ প্রকল্পের আওতায় কুমারঘাট, উদয়পুর ও তেলিয়ামুড়ায় নবনির্মিত ১৩২ কেভি ট্রান্সমিশন লাইন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয় আগরতলা রেলওয়ে স্টেশন কমপ্লেক্সে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ মহোদয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত দীপক মজুমদার মহোদয়, মাননীয় মেয়র, আগরতলা পৌরনিগম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয়া বিধায়িকা মিনা রানী সরকার মহোদয়া এবং TPTL-এর জেনারেল ম্যানেজার শ্রী রঞ্জন দেববর্মা। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ট্রান্সমিশন লাইন কার্যকর হলে রাজ্যের রেলওয়ে বৈদ্যুতিকরণ প্রকল্প আরও গতি পাবে এবং বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সুবিধা নিশ্চিত হবে।

Pradip Das@nebt

8/27/20251 min read

white concrete building during daytime
white concrete building during daytime

My post content