এস এস জিডি চাকুরী প্রত্যাশীদের দাবি রাজ্যে হোক প্রশিক্ষণ কেন্দ্র
ত্রিপুরার এস এস জিডি চাকুরী প্রত্যাশী ছাত্র-ছাত্রীরা বুধবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে একত্রিত হয়ে তাদের দাবির কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যেসব প্রার্থী প্রশিক্ষণের জন্য মিজোরামের আইজলে গিয়েছিলেন, সেখানে যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেননি। তারা জানান, বিগত বছরগুলোতে এস এস জিডি-র ফিজিক্যাল টেস্ট ত্রিপুরাতেই অনুষ্ঠিত হতো এবং রাজ্যের বহু গরিব ঘরের ছেলে-মেয়েরা স্থানীয়ভাবে অনুশীলন করে পরীক্ষায় অংশ নিতেন। কিন্তু চলতি বছর ২০ আগস্ট থেকে শুরু হওয়া ফিজিক্যাল টেস্টের জন্য প্রার্থীদের আইজলে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে সঠিক রাস্তা না থাকায় এবং পরিকাঠামোর ঘাটতির কারণে তারা যথাযথভাবে পরীক্ষা দিতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন। এই পরিস্থিতিতে চাকুরী প্রত্যাশীরা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে আবেদন জানান, যাতে তিনি বিষয়টি দিল্লী পর্যন্ত পৌঁছে দেন। তাদের দাবি, আগামী ২০২৪-২৫ সালের পরীক্ষাটি পুনরায় ত্রিপুরাতেই অনুষ্ঠিত হোক এবং প্রশিক্ষণ কেন্দ্রও রাজ্যের মধ্যেই স্থাপন করা হোক
Priyanka Bhowmik@nebt
8/27/20251 min read
My post content