এফপিসি সদস্যদের নিয়ে মাশরুম চাষের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত নাগিছড়ায়
ত্রিপুরায় ক্রমবর্ধমান মাশরুমের চাহিদা পূরণে স্থানীয় চাষীদের উৎসাহিত করার লক্ষ্যে আগরতলার পার্শবর্তী নাগিছড়া এলাকায় স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশনে একদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বুধবার আয়োজিত এই কর্মশালায় রাজ্যের আট জেলার ৩০টি ফারমার্স প্রোডিউসার কোম্পানি (এফপিসি) থেকে দুইজন করে মোট ৬০ জন সদস্য অংশ নেন। গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে চারা গাছে জল শিঞ্চনের মধ্য দিয়ে কর্মশালার সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষণা কেন্দ্রের প্রধান ড. রাজীব ঘোষ, ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সীর এম.ডি. রাজীব দেববর্মা, সহকারী পরিচালক পিঙ্কু বাসাল দেববর্মা, অনিতা মজুমদার, রাখী দেববর্মা, সাগরিকা ভট্টাচাৰ্য, প্রান্তিকা সিনহা প্রমুখ। ড. রাজীব ঘোষ গবেষণা কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এদিন একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়। পরে মাশরুম শাখার ইনচার্জ এসিস্টেন্ট ডিরেক্টর অভিনাষ দাস প্রশিক্ষণার্থীদের মাশরুম চাষের ওপর বিস্তারিত ধারণা দেন এবং সহজবোধ্য পুস্তিকা সরবরাহ করা হয়। ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সী ও স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালা সম্পর্কে জয়েন্ট ডিরেক্টর রাজীব দেববর্মা বলেন, “এফপিসি’র ম্যানেজিং ডিরেক্টর ও বোর্ড অফ ডিরেক্টররা এখানে প্রশিক্ষণ নিয়েছেন। তারা আগামী দিনে বাণিজ্যিকভাবে মাশরুম উৎপাদন করবেন।” কর্মশালার পর অংশগ্রহণকারীরা গবেষণা কেন্দ্রের মাশরুম ল্যাবসহ অন্যান্য বিভাগ পরিদর্শন করেন এবং বিভিন্ন জাতের সবজি বীজ সংগ্রহ করেন।
Pradip Das@nebt
8/27/20251 min read
My post content