নবম শ্রেণির ছাত্রীর মৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য, চিকিৎসা অবহেলার অভিযোগ আইজিএম হাসপাতালে

নবম শ্রেণির ছাত্রীর মৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য, চিকিৎসা অবহেলার অভিযোগ আইজিএম হাসপাতালে আইজিএম হাসপাতালে নবম শ্রেণির এক ছাত্রীর মৃ*ত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জয়নগর দশমীঘাট এলাকার বাসিন্দা কিষাণ সরকারের মেয়ে পাপিয়া সরকার (নবম শ্রেণির ছাত্রী) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, সময়মতো সঠিক চিকিৎসা না দেওয়ায় পাপিয়ার মৃ*ত্যু ঘটে। তাদের দাবি, ডিউটিতে থাকা চিকিৎসক ও হাসপাতালের পরিষেবা ব্যর্থ হয়েছে রোগীকে বাঁচাতে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, রোগীকে আনা হয়েছিল গুরুতর অবস্থায় এবং সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের ইঙ্গিত মিলেছে। অন্যদিকে, হাসপাতাল সূত্রে জানা গেছে বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।

Priyanka Bhowmik@nebt

8/27/20251 min read

white concrete building
white concrete building

My post content