খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকরা সফলতার সঙ্গে জটিল অপারেশন সম্পন্ন করলো
আয়ুষ্মান কার্ডের ব্যবহারের মাধ্যমে কল্যাণপুর আর-এস পাড়ার দিনদরিদ্র শ্রমিকের এক নাবালিকা কন্যার পায়ের জটিল একটি অপারেশন সফলতার সঙ্গে করা সম্ভব হল খোয়াই জেলা হাসপাতালে। গত ২৪ আগস্ট রণ কিশোর দেববর্মার নাবালিকা কন্যা সীমা দেববর্মার একটি দুর্ঘটনায় তার ডান পা-টি ভেঙে যায়। পরদিন তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তার অপারেশনের পরামর্শ দেন। পরবর্তীতে তারা চলে যায় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালের চিকিৎসকরাও তাকে অপারেশনের পরামর্শ দিলে রোগীর অভিভাবকরা সেখান থেকে চলে আসে গ্রামের ঝাড়ফুঁক দেওয়া ডাক্তারের কাছে। পরে রোগীর অবস্থা অবনতি হওয়াতে নাবালিকা কন্যাটিকে পুনরায় নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। এদিকে দিন দরিদ্র এই শ্রমিকের পরিবারের ছিল না কোন আয়ুষ্মান কার্ড। খোয়াই জেলা হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি আয়ুষ্মান কার্ড তৈরি করিয়ে দিয়ে অপারেশনের ব্যবস্থা করেন। আজ নাবালিকা কন্যা সীমা দেববর্মার পায়ের জটিল অপারেশন টি সফলতার সঙ্গে সম্পন্ন করেন হাসপাতালে অস্থি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অমন দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা সহ অন্যান্য চিকিৎসকরা মিলে। চিকিৎসক অমন দেববর্মা জানিয়েছেন, নাবালিকা কন্যাটির ডান পায়ের উরুতে একটি বড় অপারেশন সম্পন্ন করা হয় প্লেট বসিয়ে এবং তার সমস্ত খরচ আয়ুষ্মান কার্ড থেকে মেটানো হয়।
Pradip Das@nebt
9/1/20251 min read
My post content