গোপন খবরের ভিত্তিতে আজ সোনামুড়া থানার অন্তর্গত বিজয়নগর এডিসি ভিলেজ এরিয়া, মতিনগর গ্রাম পঞ্চায়েত এরিয়া, কাটা মুরা, বাতাধুলা ও বার্মা ডুম এলাকায় এক বিশেষ অভিযানে মোট ১৯টি প্লটে থাকা আনুমানিক ২ লক্ষ ২৮ হাজার গাছ ধ্বংস করা হয়েছে।
গোপন খবরের ভিত্তিতে আজ সোনামুড়া থানার অন্তর্গত বিজয়নগর এডিসি ভিলেজ এরিয়া, মতিনগর গ্রাম পঞ্চায়েত এরিয়া, কাটা মুরা, বাতাধুলা ও বার্মা ডুম এলাকায় এক বিশেষ অভিযানে মোট ১৯টি প্লটে থাকা আনুমানিক ২ লক্ষ ২৮ হাজার গাছ ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত গাছগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লক্ষ ৮০ হাজার টাকা বলে জানা গেছে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে এই অভিযান চলে। অভিযানে অংশগ্রহণ করে সোনামুড়া থানার পুলিশ, ৮১ ব্যাটালিয়ন বিএসএফের এনসি নগর বিওপি, মতিনগর বিওপি, কলুবাড়ি বিওপি, ভাতাদলা বিওপি, পাশাপাশি বক্সনগর ও সোনামুড়া ফরেস্ট বিভাগ, নবম ও সপ্তম ব্যাটালিয়ন টিএসআর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ ধরনের অভিযান দফায় দফায় চলবে। যারা অবৈধ কর্মকাণ্ডে যুক্ত আছেন তাদের সতর্ক করা হয়েছে—এ ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকতে হবে এবং নেশামুক্ত ত্রিপুরা গড়তে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। অন্যথায় কোনো প্রমাণ হাতে এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Priyanka Bhowmik@nebt
9/1/20251 min read
My post content